শিশুকে তার মায়ের কাছে তুলে দেয় পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি হাসপাতাল থেকে চুরি হওয়া সেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার (০৬ জুন) সন্ধ্যায় জেলা শহরের হালদারপাড়া এলাকার একটি সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

৪৭ দিন বয়সী ওই শিশুটির নাম ওবায়েদ। সে নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে। রাত ৯টার দিকে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এর আগে দুপুরে নবীনগর উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হয় শিশু ওবায়েদ। শিশুটির মা সাবিনা আক্তার শিশুকে হাসপাতালে এক নারীর কাছে দিয়ে আল্ট্রাসনোগ্রাম করতে যান। আল্ট্রাসনোগ্রাম করে এসে দেখেন ওই নারী নেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সন্ধ্যায় নূরজাহান নামে এক কলেজছাত্রী শিশুটিকে পেয়ে থানায় নিয়ে আসে। পরে শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়। এরপর শিশুকে তার মায়ের কাছে তুলে দেওয়া হয়।

আজিজুল সঞ্চয়/এমএসআর