বৈরী আবহাওয়ার কারণে খুলনায় এবারের ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় ও সকাল ১০টায় শেষ জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিকেলে খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার সার্কিট হাউজ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউজ মাঠ ঈদ জামাত আয়োজনের উপযুক্ত নয়।

ঈদের দিন সকাল সাড়ে ৭টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আর নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরীর ইকবাল নগর জামে মসজিদে সকাল ৭টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।

রূপসা স্ট্যান্ড রোডের বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টায় এবং রূপসা ফেরিঘাটের যহরত আবু বক্কর সিদ্দিকী (রা.) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর সোনাডাঙ্গা হাফিজ নগর মসজিদে আমানাতে সকাল ৭টায় একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সরকারি বিএল কলেজ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কলেজ মসজিদে একই সময় অনুষ্ঠিত হবে।

খুলনায় আহলে হাদিস সংগঠনের প্রধান ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে সকাল ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে খুলনা নগরীর সিটি আহলে হাদিস জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর দৌলতপুর থানাধীন পাবলা আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ ছাড়া খুলনার আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহে জামাত শুরু হবে সকাল ৬টায়। এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৩১টি ওয়ার্ডে কেসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাতের আয়োজন করা হবে।

খুলনা জেলা ও নগর মিলে এবার ৭০০ এর বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত হবে বলে জানিয়েছে প্রশাসন।

মোহাম্মদ মিলন/এসএসএইচ