সিলেটে পরপর ছয় দফা ভূমিকম্পের ঠিক সাতদিন পর আবারো দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৮ মিনিট ও ৬টা ৩০ মিনিটে এ দুটি ভূমিকম্প অনুভূত হয়। 

এ সময় সবাই আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। তবে এ দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ও কত মাত্রার তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ও উৎপত্তিস্থল বের করতে কাজ চলছে। 

এর আগে সর্বশেষ রোববার (৩০ মে) ভোর ৪টা ৩৫ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। সেটির মাত্রা ছিল ৪ দশমিক। এর আগের দিন শনিবার (২৯ মে) পর পর পাঁচ বার মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। এদিন সর্বশেষ দুপুর ১টা ৫৮ মিনিটে পঞ্চম বার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম, ১০টা ৫১ মিনিটে দ্বিতীয়, বেলা ১১টা ২৯ মিনিটে তৃতীয় এবং ১১টা ৪০ মিনিটে চতুর্থ বার ভূমিকম্প অনুভূত হয়।

তুহিন/এমএএস