করোনাভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন'-এর আশঙ্কায় আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য সতর্কতা জোরদার করা হয়েছে। ভারত সীমান্ত দিয়ে যাত্রীদের আগমন অব্যাহত থাকলেও এবার বাড়তি নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সীমান্ত পেরিয়ে আসা পাসপোর্টধারী যাত্রীর শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটারে। প্রবেশপথেই তাদের জন্য স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। মুখে মাস্ক, হাতে সতর্কবার্তা—ইমিগ্রেশন চত্বরে যেন একটুকরো স্বাস্থ্যবিধির পোস্টার হয়ে দাঁড়িয়েছে পুরো প্রক্রিয়াটি।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, সর্দি, কাশি বা জ্বরের লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের শরণ নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা। আতঙ্ক নয়, সচেতনতাই হচ্ছে এই মুহূর্তের মূল অস্ত্র। এ ছাড়া যাত্রীদের নাম, পাসপোর্ট নম্বর এবং স্বাস্থ্যপরীক্ষার তথ্য রেকর্ড করে রাখা হচ্ছে ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে।

সীমান্তে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী সাগরিকা মিস্ত্রী বলেন, ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা পেলেই সঙ্গে সঙ্গে সেই যাত্রীকে কোয়ারেন্টাইন প্রক্রিয়ায় পাঠানোর প্রস্তুতি আছে। এখনো তেমন কেউ শনাক্ত হয়নি, তবে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

সকাল ৮টা থেকে শুরু করে প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে কাজ করছে মেডিকেল টিম। সন্দেহভাজন যাত্রীদের নিরীক্ষা ছাড়াও সবাইকে মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার মতো নিয়ম মানার পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মাজহারুল করিম অভি/এএমকে