বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে প্রাণ গেল আবিরের
রংপুর নগরীতে ঘাঘট নদীতে বন্ধুদের নিয়ে গোসল করার সময় পানিতে ডুবে মো. আবির ইসলাম (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে প্রয়াস পার্ক সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।
বিজ্ঞাপন
নিহত আবির ইসলাম রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার মামুন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ আনন্দ করতে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই বন্ধু উঠে এলেও আবির উঠে না আসায় তার বন্ধুদের ডাকাডাকিতে আশপাশের মানুষ জড়ো হয়। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে নদীতে খুঁজতে থাকে।
বিজ্ঞাপন
পরে খুঁজে না পেয়ে বাকি বন্ধুরা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।
মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, নদী থেকে নিহতের মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরহাদুজ্জামান ফারুক/এমজে