সভাপতি হোসাইন আরমান (বাঁ দিকে) ও সাধারণ সম্পাদক তাসিন সোবহান

হোসাইন আরমান সভাপতি ও তাসিন সোবহানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেছে ফেনী ডিবেট ফোরাম। মঙ্গলবার (০৮ জুন) আগামী ২ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সাল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে। 

এছাড়াও সহসভাপতি পদে আবু সুফিয়ান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা আহমেদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জয়, প্রশিক্ষণ সম্পাদক আহমদ আরাফাত রিজভী, কোষাধ্যক্ষ শফিকুল আলম, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঞার নাম ঘোষণা করা হয়।

এছাড়া প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন সোহাগ, পাঠচক্র সম্পাদক সাদিয়া সুলতানা সেতু, কলেজ বিতর্ক সম্পাদক ইফফাত আবেদীন, স্কুল বিতর্ক সম্পাদক সাদিয়া আহমেদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক হিসেবে মাহবুবা তাবাসসুমি ইমার নাম ঘোষণা করা হয়েছে। 

সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর জোনাল কো-অর্ডিনেটর আবু যুবায়ের ভূঞা মুন্না। মডারেটরের দায়িত্ব পালন করছেন সাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক মীর আন নাজমুস সাকিব।

২০১৯ সাল থেকে ফেনীতে বিতর্ক আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ করছে ফেনী ডিবেট ফোরাম। তবে দীর্ঘ দিন কাজ করলেও কোনো কমিটি ছিল না। 

ফেনী ডিবেট ফোরামের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত কমিটির সভাপতি হোসাইন আরমান বলেন, করোনার কারণে সব কিছুর মতো বিতর্কচর্চাও থমকে গিয়েছিল। তাই নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।

হোসাইন আরমান/এমএসআর