নয়নজুলি খাল দখলমুক্ত চায় এলাকাবাসী
আশুলিয়ায় বৃষ্টি হলেই হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে
সাভারের আশুলিয়ায় নয়নজুলি খাল দখল করে বিভিন্ন বাড়িঘর ও স্থাপনা নির্মাণ করে প্রবাহ বন্ধ করায় পানিবন্দি হয়ে পড়েছে মানুষ। এই ভোগান্তি থেকে মুক্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (০৮ জুন) দুপুরে আশুলিয়ার বিশমাইল-জিরাবো বাইপাস সড়কের পুকুরপাড় এলাকায় এসব কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী। মানববন্ধনে কয়েকশ এলাকাবাসী উপস্থিত হয়ে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, আশুলিয়ার বাইপাইল থেকে গাজিরচট হয়ে তুরাগ নদে গিয়ে মিশেছে নয়নজুলি খাল। তবে বর্তমানে দখলদারের দৌরাত্ম্যে খালটির অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন। এই খালটি বর্তমানে ড্রেনে পরিণত করেছে দখলদাররা। এ কারণে পুরো আশুলিয়ায় পানি প্রবাহ বন্ধ হয়েছে। বৃষ্টি হলেই হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। এই অবস্থা থেকে মুক্তি চায় এলাকাবাসী।
আব্দুস সাত্তার বলেন, আশুলিয়ার বাইপাইল থেকে নয়নজুলি নামের শতবর্ষী খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সামান্য বৃষ্টিতে গাজিরচটের কিছু স্থানসহ পুকুরপাড়, জিরাবোসহ বিভিন্ন বাড়িঘর পানিয়ে তলিয়ে গেছে। ভাড়াটিয়ারা অন্য স্থানে চলে যাচ্ছেন। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় গার্মেন্টশ্রমিকসহ কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে মেহেদী নামে এক ব্যক্তি বলেন, আজ খালটি উদ্ধারের জন্য আমরা সাভার উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। খালটি দখলমুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান পিন্স বলেন, নয়নজুলি খালটি উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু দিনের মধ্যে আমরা দৃশ্যমান কাজ শুরু করব।
মাহিদুল মাহিদ/এমএসআর