অভাবে সাংবাদিক নেতার আত্মহত্যা
অর্থনৈতিক অনটনে বিষপান করে আত্মহত্যা করেছেন শাওন চক্রবর্তী নামে এক সন্তানের জনক। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কুটিশ্বর চক্রবর্তীর ছেলে। এছাড়া উজিরপুর পৌর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তবে তিনি কোন পত্রিকায় কাজ করতেন তা স্থানীয় সাংবাদিকরা জানাতে পারেননি।
স্বজনরা জানিয়েছেন, কিছুদিন ধরেই খুব হতাশায় ছিল শাওন চক্রবর্তী। তার একমাত্র ছেলেকে নিয়ে টেনশনে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল। শনিবার (২১ জুন) দিবাগত রাতে শাওন চক্রবর্তী কীটনাশক পান করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোববার ভোরে সে মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) আব্দুস সালাম বলেন, শাওন চক্রবর্তী নামের ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ বাড়িতে এনেছে কীনা সেই তথ্য আমার কাছে নেই।
সৈয়দ মেহেদী হাসান/এমএএস
বিজ্ঞাপন