চাঁদপুরে নারীকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
চাঁদপুরের কচুয়ায় মমতাজ বেগম (৬২) নামে এক নারীকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করেছে ডাকাত দল।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে উপজেলার ১১ নম্বর ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ডাকাত দল বাড়ির বাথরুমের পেছনের বেলকনি ভেঙে রুমে প্রবেশ করে। ডাকাতি কালে ওই ঘরে মমতাজ বেগম ছাড়া কেউ ছিলেন না। তাকে বাড়িতে একা পেয়ে হত্যা করে এবং বিভিন্ন লকার ভেঙে সব সোনা গয়না ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় ডাকাত দল। যাওয়ার সময় ওই নারীর মরদেহটি বাড়ির পাশে ঝোপের মধ্যে ফেলে রেখে যায় তারা।
এ বিষয়ে নিহত নারীর ছেলে সোহেল রানা জানান, প্রতিদিনের ন্যায় তিনি বাড়িতে রাত ১১টার পর আসেন। আজ বাড়িতে এসে তিনি তার মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতর সবগুলো রুমে খোঁজেন। এক পর্যায়ে স্টিলের আলমারি সহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তার মায়ের রুমে রক্ত মাখা বালিশ দেখতে পেয়ে তিনি পুলিশ ও আত্মীয়-স্বজনদের খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পাওয়া যায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, তার ব্যবসায়িক কাজের সাড়ে ৪ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাত দল।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিহতের মাথায় যখন ও নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ধারণা করা হচ্ছে তাকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারুল হক/এমএন