গাইবান্ধার গোবিন্দগঞ্জে মেহেদী হাসান হিসাব নামে এক কৃষক লীগ নেতার বাড়ি থেকে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

মেহেদী হাসান হিসাব দাড়িয়াপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। 

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, সকালে মেহেদীর একটি নির্মাণাধীন ইটের ঘরের বারান্দায় টাইম বোমা সদৃশ বস্তুটি দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর এটি আসল টাইম বোমা কিনা নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নিষ্ক্রিয় টাইম বোমা। পুরো ঘটনাটি তদন্ত চলছে। এছাড়াও কীভাবে এই বোমা সদৃশ বস্তুটি বাড়িতে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপন আকন্দ/আরএআর