শেরপুরের নকলায় যৌথবাহিনীর অভিযানে ৫ মাদকসেবী গ্রেপ্তার
শেরপুরের নকলা উপজেলার শিপবাড়ি এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— বাউশা গ্রামের মো. সোবাহানের ছেলে রফিকুল ইসলাম লিটন (২৬), জালালপুর গ্রামের হজরত আলীর ছেলে ছোবান মিয়া (২০), শিবপুর গ্রামের ফুরকান মিয়ার ছেলে শিশির (২২), হারুন রশীদের ছেলে ফাহাদ (২৫) এবং কবুতরমারী গ্রামের মজিবুর হকের ছেলে লিছান (১৯)।
বিজ্ঞাপন
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও নকলা থানার পুলিশ যৌথভাবে অংশ নেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে।
নাইমুর রহমান তালুকদার/এনএফ