গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। নতুন করে ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫৮ জন ও মৃতের সংখ্যা ২১৯ জন।

বুধবার (০৯ জুন) বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৬১ জনের দেহে নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪২ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কালিয়াকৈর উপজেলায় ২ জন ও শ্রীপুর উপজেলায় ২ জন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৮৪ হাজার ৪১৯ নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৫ ৮জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৭ হাজার ৫০৯ জন, কালীগঞ্জে ৮৪৬, কালিয়াকৈরে ১ হাজার ১৭৩, কাপাসিয়ায় ৭২০ ও শ্রীপুরে ১ হাজার ২১০ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান বলেন, তবে এ পর্যন্ত জেলায় নতুন দুইজনসহ ২১৯ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ২৬৫ জন।

শিহাব খান/এমএসআর