চাঁদপুরে ইসলামী এজেন্ট ব্যাংকিংয়ের চুরি হওয়া ৭ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ জুন) সকালে কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছে চাঁদপুর পুলিশের মিডিয়া সেল।

আটকরা হলেন আব্দুল্লাহ আল মামুন খান (৩৪), মাহবুবুল আলম (৩৫) ও সুলতানা রাজিয়া (৩৫)। কচুয়া উপজেলার কাদলা উত্তর পূর্বপাড়ার বাসিন্দা তারা।

পুলিশ জানায়, ৭ জুন বিকেল ৫টার দিকে কচুয়া উপজেলার ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারস্থ ইসলামী এজেন্ট ব্যাংকিং থেকে ৮ লাখ ১৬ হাজার ৪২২ টাকা চুরি হয়। পরে বিষয়টি তারা কচুয়া থানাকে লিখিতভাবে অবহিত করে।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, বুধবার আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শরীফুল ইসলাম/এমএসআর