আমরা উদ্যোক্তা তৈরি করতে চাই : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের গড় আয়ু বাড়াতে হলে পুষ্টির চাহিদা বৃদ্ধি করতে হবে। আর সে জন্য মাছ, মাংস, দুধ খেতে হবে। সরকারের পক্ষ থেকে পুকুর খনন, পোনা প্রদান এবং প্রণোদনা দেওয়া হচ্ছে। আমরা বেকার সমস্যা সমাধানে উদ্যোক্তা তৈরি করতে চাই।
বুধবার (৯ জুন) সকালে পিরোজপুরের নাজিরপুর স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
শ ম রেজাউল করিম বলেন, সমস্ত পৃথিবী করোনায় বিপর্যস্ত। ভারতের পশ্চিমবঙ্গে একদিনে যেখানে ১৫৮ জন লোক মারা যায়, সেখানে বাংলাদেশে মাত্র ১৫ জন লোক মারা গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কীভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ১ কোটি ৪০ লাখ লোকের ভাতা বন্ধ করে দিয়েছে সেখানে আমাদের দেশে সকল প্রকার ভাতা চালু আছে এবং প্রণোদনার পরিমাণ বাড়ানো হচ্ছে। এ থেকে প্রমাণ হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। অনুষ্ঠানে বিভিন্ন খামারিদের ৪০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শন করা হয়। এ সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গো খামারিদের গো খাদ্য ও ভিটামিন প্রদান করা হয়। এরপর দুপুর ১২টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
বিজ্ঞাপন
পরে নাজিরপুর উপজেলা পরিষদের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্মিত ঘর হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
আবীর হাসান/আরএআর