ভারতের ব্যবসায়ীদের শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি। বুধবার (৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত রফতানি বন্ধ রাখলেও ভারতীয় ব্যবসায়ীরা বৈঠক শেষে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু করেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম চালু হয়।

উল্লেখ, ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গত ৬ মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে রফতানি বন্ধের ঘোষণা দেন।

তবে চিঠিতে তাদের দেওয়া ৪টি শর্ত বাংলাদেশের ব্যবসায়ীরা মেনে নেওয়ায় বেশ কয়েক ঘণ্টা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সব কার্যক্রম চালু হয়।

এনএ