রংপুরে করোনায় আরও তিনজনের মৃত্যু, আক্রান্ত ১৩১
ফাইল ছবি
রংপুর বিভাগের ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ১৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সুস্থ হয়েছেন ৬০ জন রোগী। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪১৯ জনে পৌঁছেছে।
বুধবার (০ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগে বর্তমানে ১৯ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৬ জন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৮ জুন) বিভাগের আট জেলার ৪০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ১৩১ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে ১ লাখ ৩৬ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের রংপুর জেলায় ৩৪ জন, দিনাজপুরে ৩৩ জন, ঠাকুরগাঁওয়ের ৩০ জন, লালমনিরহাটের ১৬ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ৩ এবং পঞ্চগড়ের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ডা. আহাদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর জেলায় করোনায় ৬ হাজার ১০১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫২ জন। রংপুর জেলায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৫৬ জন। মারা গেছেন ১০১ জন। ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৮১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। ৪৬ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ১ হাজার ৭৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৩ জন।
এছাড়াও নীলফামারীতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬০৩ জন। মারা গেছেন ৩৭ জন। কুড়িগ্রামে ১ হাজার ২৭২ জন আক্রান্ত হয়েছেন। ২৪ জনের মৃত্যু হয়েছে। লালমনিরহাটে ১ হাজার ১৪১ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু হয়েছে। পঞ্চগড় জেলায় ৮৪৭ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।
রংপুর বিভাগে স্বাস্থ্যবিধি অমান্য করে বেপরোয়া চলাফেরায় বেড়েই চলছে করোনার সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে এখন প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণের ব্যর্থতায় দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে রংপুর বিভাগ।
ফরহাদুজ্জামান ফারুক/আরএআর