অটোরিকশায় বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন ছয়জন, দুইজনের মৃত্যু
অটোরিকশায় করে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন ছয় যাত্রী। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে আহত হন অটোরিকশাচালক ও ওই ছয় যাত্রী। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান চালকসহ দুইজন। বুধবার (০৯ জুন) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ময়মনসিংহ সদরের দাপুনিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩৫) ও একই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী রিতা আক্তার (২১)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ জানান, মুক্তাগাছার কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অপরূপা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুক্তাগাছার সত্রাশিয়া বাজারের কাছে আসতেই বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে আহত হয় ওই অটোরিকশায় থাকা সাতজন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে ওই দুইজনের মৃত্যু হয়।
নিহত রিতা আক্তারের খালাতো ভাই আমিনুল ঢাকা পোস্টকে বলেন, রিতার স্বামী জহিরুল দাপুনিয়া এলাকার একটি মুদি দোকানে কাজ করতেন। ওই দোকানের মালিকের ছেলের বিয়ের অনুষ্ঠানে মুক্তাগাছায় যাচ্ছিলেন জহিরুলের পরিবারের সদস্যরা। পথে এ দুর্ঘটনা ঘটে। এতে রিতা ও অটোচালক আমিনুলের মৃত্যু হয়েছে। জহিরুলসহ পরিবারের আরও ৫ জন চিকিৎসাধীন রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানা পুলিশের ওসি দুলাল আকন্দ।
উবায়দুল হক/এমএএস