জামালগঞ্জ উপজেলায় পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বেহেলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে এ গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিত দেব। পাউবো প্রকল্প কর্মকর্তা মো. রেজাউল কবীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী।

মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ফোরাম সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, ইউপি সদস্য মনেছা বেগম, জালাল উদ্দিন, প্রণব কান্তি রায়, খোকন মিয়া, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন, আব্দুল কুদ্দুছ, কৃষক মো. রইছ উদ্দিন, মো. মাসুম আব্দুল তায়েব, মুহিবুর রহমান, জুলহাস মিয়া, মুস্তাফিজুর রহমান রাসেল ও জগদীশ চন্দ্র সরকার প্রমুখ।

সভায় বক্তারা হাওর পাড়ের প্রকৃত কৃষক এবং যাদের অভিজ্ঞতা ও সামর্থ্য আছে এমন মানুষকে পিআইসিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছেন। 

গতকাল মঙ্গলবার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারে পিআইসি গঠনে গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এএম