তিন মাসের আহ্বায়ক কমিটি ১৭ বছর পর বিলুপ্ত ঘোষণা
চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিন মাসের আহ্বায়ক কমিটি ১৭ বছর পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ জুন) কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৭ বছর ধরে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। সম্প্রতি বিষয়টি নজরে পড়ে কেন্দ্রীয় কমিটির। এমন পরিস্থিতিতে সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমানের নির্দেশে চাঁদপুর জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগকে আরও গতিশীল করার লক্ষ্যে অচিরেই নতুন কমিটি গঠন করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
এদিকে নতুন কমিটিতে সংগঠনের জন্য পরিশ্রমী, মেধাবী এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্ব আসবে বলে প্রত্যাশা করেছেন সংগঠনের সাবেক যুগ্ম আহবায়ক কে এম মাসুদ। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর সাবেক হলাম। বিষয়টি আনন্দের বলতে পারি। কারণ আমি যুগ্ম আহবায়ক ছিলাম। তবে বড় বিষয় হলো সাংগঠনিক কার্যক্রম না থাকায় রাজনীতিতে তৃপ্তি ছিল না। আশা করি নতুন কমিটি এসে সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করবে।
অন্যদিকে হঠাৎ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর থেকে নতুন নেতৃত্বে কে আসবেন তা নিয়ে আলোচনা চলছে। সাবেক কমিটি ও দলের অন্যান্য কমিটির নেতৃত্বও জানতে মুখিয়ে আছে, কারা আসবেন নতুন কমিটিতে। এছাড়া কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও লেখালেখি শুরু হয়েছে। অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফেসবুকে প্রচারণা শুরু করেছেন।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এসএসএইচ