মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় সড়কে জলাবদ্ধতা নিরসনে নালা নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে মানিকগঞ্জ-সিঙ্গাইর আঞ্চলিক সড়ক অবরোধ ও পৌরসভা ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে।
 
গতকাল পৌর এলাকায় বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
 
ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রায় এক যুগ ধরে সামান্য বৃষ্টির পানিতে বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে শিক্ষার্থীসহ হাজারো এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতে হাটুপানি জমে থাকায় পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।  
 
মানববন্ধনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মুরাদ হোসেন, শিক্ষক তানজিল আহমেদ, স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান ও আব্দুল খালেক প্রমুখ বক্তব্য দেন।
 
আব্দুল মান্নান বলেন, এক যুগ ধরে বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হয় এলাকাবাসী। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে হাজারো এলাকাবাসীসহ শিশুশিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থায় নালা নির্মাণ করা না হলে আগামীতে পৌরসভা কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন।
 
সোহেল হোসেন/এনএফ