২ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজারেরও বেশি দরিদ্র মানুষকে চক্ষু চিকিৎসাসেবা এবং ওষুধ প্রদান করা হয়। শনিবার (১২ জুন) উপজেলার সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বেইস সমন্বিত হাসপাতাল সোনারগাঁয়ের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করেছেন। ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের ১৫টি গ্রামের মানুষ ভিড় করেন। চিকিৎসা দিতে ৫ জন ডাক্তার ও নার্স নিয়োজিত ছিলেন।
বিজ্ঞাপন
সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বেইস এর নির্বাহী পরিচালক মাহবুবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী হায়দার।
আরও উপস্থিত ছিলেন সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, শাহাবুদ্দিন, উপজেলা যুবলীগের দফতর সম্পাদক বাচ্চু সরকার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/এমএসআর