ফাইল ফটো

যশোরে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) সদর উপজেলার দৌলতদিহি ও অভয়নগরের জেজেআই মিলের শ্রমিক কোয়ার্টারে এ দুটি ঘটনা ঘটে।

আত্মহননকারী হৃদয় দেব (১৮) দৌলতদিহি গ্রামের বাসু দেবের ছেলে। ধারণা করা হচ্ছে, অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে তিনি আত্মহত্যা করেন। অপর আত্মহননকারী মনিরুল (৩০) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মৃত জিলহাই মন্ডলের ছেলে। জুয়ার টাকা না দেওয়ায় স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেন।

হৃদয়ের পরিবার সূত্রে জানা যায়, তিনি চুড়ামনকাটি বাজারের ইসমাইল হোসেনের দেব ফার্মেসিতে কর্মচারীর কাজ করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন হৃদয়। পরে ওই ফার্মেসির মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যদের দাবি হৃদয় সম্প্রতি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। অনলাইনে জুয়া খেলায় হেরে গিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।

হৃদয়ের বাবা বাসু দেব জানান, সকালে নাস্তা করে হৃদয় দোকান খোলার কথা বলে বাড়ি হতে বের হয়। এরপর তিনি জানতে পারেন তার ছেলে দোকানের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি জানান, সম্প্রতি তার ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ে। তিনি মনে করেন অনলাইনে জুয়া খেলা হেরে যাওয়ায় হৃদয় আত্মহত্যা করতে পারে। এছাড়া আর কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।

এ ব্যাপারে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশ নামিয়ে ফেলেন স্থানীয়রা। প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এ দিকে বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলার জেজেআই মিলের শ্রমিক কোয়ার্টারে আত্মহত্যা করেন মনিরুল।

জানা যায়, জেজেআই মিলের অভ্যন্তরে ২৭ একর জমি আকিজ ইকোপ্যাক নামে একটি প্রতিষ্ঠানকে লিজ দিয়েছে সরকার। সেই মিলের শ্রমিক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া খেলে আসছিল। গত সোমবার মিল থেকে ফিরে জুয়া খেলতে বসে মনিরুল। এ সময় স্ত্রীর কাছে টাকা চাইলে কথাকাটাকাটি হলে তাকে মারধর করে মনিরুল। অভিমানে মেয়েকে নিয়ে পাশের কোয়ার্টারে বোনের বাসায় চলে যায় মনিরুলের স্ত্রী। এ ঘটনার পর মঙ্গলবার সকালে স্ত্রীকে ফিরিয়ে আনতে যায় মনিরুল। তবে স্ত্রী না আসতে চাইলে ফিরে এসে ঘরের সিলিংয়ে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

অভয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রেজওয়ান বাপ্পী/এমএএস