পরিবারের সন্দেহই সঠিক হলো
বগুড়ায় পুকুরে ডুবে সোহান (৯) ও সৌরভ (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) দুপুরে গাবতলী উপজেলার ডিহি ডওরগ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল ইসলাম।
শিশু সোহান উপজেলার ডিহি ডওরগ্রামের আব্দুল মজিদের ছেলে ও সৌরভ একই গ্রামের রন্টু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, সোহান ও সৌরভ রোববার দুপুরে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি ফিরেনি। অনেকক্ষণ হলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের পরিবারের লোকজনের পুকুরে গোসলের বিষয়ে সন্দেহ হয়।
বিজ্ঞাপন
এরপর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে নেমে তল্লাসী শুরু করেন। বেলা ৩টার দিকে ওই দুই শিশুর লাশ পুকুরে খুঁজে পাওয়া যায়। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
সাখাওয়াত হোসেন জনি/এমএএস