স্বাস্থ্যবিধি মানতে অনীহা সাধারণ মানুষের

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে দিন দিন বেড়েই চলছে করোনার সংক্রমণ। ন্যূনতম স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মাঝে। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মানছে না কেউ, তেমনি প্রশাসনের কোনো নজরদারি নেই মাঠ পর্যায়ে।

এমন পরিস্থিতে করোনা সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দ্রুত প্রশাসনের নজর বাড়ানোর দাবি স্থানীয় সচেতন নাগরিকদের। দিনাজপুর জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হিলিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এ নিয়ে ছোট এই উপজেলায় করোনার বর্তমান রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭।

সরেজমিনে দেখা যায়, রাস্তাঘাটে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে চলা তো দূরের কথা মাস্ক ব্যবহারে নেই ন্যূনতম আগ্রহ। মাস্ক ছাড়াই চলাচল করছে সাধারণ মানুষ।

এতে করে হিলি সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। চলমান বিধিনিষেধ থাকলেও সেটি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে প্রশাসনের নজরদারি না থাকায় স্বাস্থ্যবিধি মানতে অনীহা সাধারণ মানুষের।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সচেতনতায় প্রচারণা চালিয়ে যাচ্ছি।

এমএসআর