‘চালকরা ঘাতক নয়, জনগণের সেবক’
মোটরচালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের লক্ষ্মীপুরে সংবর্ধনা
‘অনেকেই মোটরযান চালকদের ঘাতক মনে করেন। চালকরা ঘাতক নয়, জনগণের সেবক। বিএনপি-জামায়াতের সরকারবিরোধী আন্দোলনের সময় তারা জীবনবাজি রেখে গাড়ি চালিয়ে মানুষকে সেবা দিয়েছেন। অনেকে হামলার শিকার হয়ে মারা গেছেন ও শয্যাশায়ী হয়ে আছেন। এরপরও চালকরা অবহেলিতই থেকে গেছে। হরতাল-অবরোধ ডিঙিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মোটরচালকরা কাজ করেছেন।’
বুধবার (৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরে আয়োজিত আওয়ামী মোটরচালক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, মোটরচালকরা সবসময় অবহেলিত। আর অবহেলিত ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মোটরচালক লীগ প্রতিষ্ঠা করা হয়েছে। এ সংগঠনের অন্যতম কাজ হচ্ছে অবহেলিত চালকদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা।
লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোটরচালক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন।
বিজ্ঞাপন
জেলা কমিটির সাধারণ সম্পাদক বাসু দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক মনছুর আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন, মোটরচালক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মামুন, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল মাসুদ ও জেলা মোটরচালক লীগের সাংগঠনিক সম্পাদক কমল কর্মকার প্রমুখ।
এমএসআর