ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তানজিলা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী মোহাম্মদ মধু (৩৫)। আটক স্বামী উপজেলার মনাকষা ইউনিয়ের চৌধুরীপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিককলহের জের ধরেই হত্যাটি হয়েছে।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, রাতে খেয়ে বসতঘরে ঘুমিয়ে পড়েন তানজিলা। পরে তার স্বামী ধরালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে। মামলার তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।
এ ঘটনায় জড়িত ঘাতক স্বামী মধুকে গ্রেপ্তার করে থানাহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ফরিদ হোসেন।
বিজ্ঞাপন
এমএসআর