সাভারে কংক্রিটের রিংয়ের চাপায় শিশুর মৃত্যু
সাভারে খেলার সময় সড়কে উন্নয়নের কাজে ব্যবহৃত কংক্রিটের রিংয়ের চাপায় সাব্বির (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেলে পৌর এলাকার পাকিজা পোশাক কারখানার পেছনের একটি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
শিশু সাব্বির রংপুর জেলার পীরগাছা থানার সুমন মিয়ার ছেলে। সুমন মিয়া স্থানীয় ফরিদউদ্দিনের বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী পাকিজা পোশাক কারখানায় কাজ করতেন। তার শিশুসন্তান সাব্বির বাসায় থাকত বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দুই থেকে তিনজন শিশু ওই স্থানে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ সড়কের উন্নয়নকাজে ব্যবহৃত একটি কংক্রিটের রিংয়ের নিচে চাপা পড়ে সাব্বির। এ সময় খেলার সাথিরা চিৎকার করলে স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই সড়কের কাজ কিছু দিন হলো শেষ হয়েছে। কিন্তু অবশিষ্ট নির্মাণসামগ্রী অপসারণ করেননি ঠিকাদার। তাদের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগীসহ এলাকাবাসীর।
বিজ্ঞাপন
নিহতের মরদেহ স্থানীয় মসজিদে রাখা হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি। সাভার মডেল থানার ডিউটি অফিসার মো. সাদরুজ্জামান বলেন, খবর পেয়েছি। দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
মাহিদুল মাহিদ/এমএসআর