কালীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি দখল নিয়ে সংঘর্ষে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বাবা সামছুল ইসলাম।
সোমবার (১৪ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১২ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কিশামত গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, কিশামত মদাতী গ্রামের নিহত সাইফুল ইসলামের বাবা সামছুল ইসলাম ও আজগর গংয়ের জমি নিয়ে বিরোধ ছিল।
শনিবার (১২জুন) দুপুরে আজগরসহ তার নেতৃত্বে একটি দল সাইফুল ইসলামের জমি দখল করতে আসে। এই সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন
সেখানে সাইফুল ইসলাম নামে যুবকের অবস্থা আশঙ্কাজনক হলে ওইদিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি হয়। পরে সোমবার (১৪ জুন) দুপুরে রংপুর মেডিকেলে তার মৃত্যু হয়।
নিয়াজ আহমেদ সিপন/এমএসআর