কেসিসি মেয়র খালেক অসুস্থ
তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক মূত্রসংক্রান্ত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৫ জুন) সকালে তিনি অসুস্থ হলে জরুরিভাবে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। এ সময়ে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে দ্রুত সময়ের মধ্যে মেয়রের পোস্টেড গ্লান্ড অপারেশন করতে হবে বলে ইউরোলজি বিশেষজ্ঞ নাজমুল হক জানিয়েছেন। বিকেলে তিনি বাসায় চলে আসেন। আপাতত বাসায় থেকেই তিনি চিকিৎসা গ্রহণ করছেন।
বিজ্ঞাপন
নিজের সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও নগরবাসীসহ আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার (১৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ।
অপরদিকে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের অসুস্থতার সংবাদ পেয়ে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা হাসপাতালে তার চিকিৎসার খোঁজখবর নেন।
বিজ্ঞাপন
এছাড়া অন্যদিকে সিটি মেয়রের অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়লে গণন বাবু রোডস্থ তার বাসভবনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দেখতে আসেন। চিকিৎসক কারও সঙ্গে সাক্ষাতের নিষেধ করায় কেউ তার সাথে দেখা করতে পারছেন না।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেস ক্লাবে সভাপতি এসএম জাহিদ হোসেন, সুজন আহমেদ, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোহাম্মদ মিলন/এমএসআর