জয়পুরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রবাসী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রবাসী সোহেল রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এর আগে ভোরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া গ্রামের ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ছুটিতে বাড়িতে অবস্থান করছেন। বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে ২০ থেকে ২২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে বাড়িতে ঢোকে। এরপর ডাকাতেরা বাড়ির নিচতলায় থাকা প্রবাসী সোহেলের বাবা রুবেল হোসেনকে ঘুম থেকে ডেকে তুলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় তলায় তার ছেলে সোহেল রানার শয়নঘরে যায়। বাবার ডাকাডাকিতে ছেলে সোহেল রানা ঘুম থেকে ওঠেন। ঘরের দরজা খুলে দিলে ডাকাতেরা তাকে জিম্মি করে হাত-পা বেঁধে সবাইকে ঘরে আটকে রাখে। ডাকাতেরা বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ ২৯ হাজার টাকা ও প্রায় ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এরপর ঘটনাটি থানায় জানানো হয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
প্রবাসী সোহেলের ভাষ্য, ২০-২২ জন ডাকাত ছিল। তারা আমাদের সবাইকে জিম্মি করে বাড়ির আসবাবপত্র তছনছ করে নগদ ২৯ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।
বিজ্ঞাপন
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে গিয়েছেলাম। পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির ঘটনায় প্রবাসী সোহেল রানা বাদী হয়ে বিকেল সাড়ে ৪টায় থানায় মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
চম্পক কুমার/আরএআর