বয়স ২২ দিন কম, বিয়ে বন্ধ করে দিল প্রশাসন
চাঁদপুরের হাজীগঞ্জে কনের বয়স ২২ দিন কম হওয়ায় বিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার বাল্যবিয়ে বন্ধ করে দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ টোরাগড় গ্রামের ইলিয়াছ মিয়ার মেয়ে ইয়াসমিন আক্তারের পার্শ্ববর্তী গ্রামে পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। জন্মনিবন্ধনে তার বয়স ২২ দিন কম ছিল। এ জন্য স্থানীয় প্রশাসন ইয়াসমিনের বাবা-মাকে পৌরসভায় ডেকে পাঠান।
বিজ্ঞাপন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার বলেন, ইয়াসমিন আক্তারের বিয়ে পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে ঠিক হয়। বয়স কম হওয়ায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, আমি ও আমাদের বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে বিষয়টি জানাই। এক পর্যায়ে ইয়াসমিনের পরিবারকে পৌরসভায় ডেকে ওই বিয়ে বন্ধ করে দেই।
উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বলেন, জন্মনিবন্ধনে মেয়েটির বয়স ২২ দিন কম ছিল। সেজন্য ওই বিয়ে বন্ধ করে আগামী এক মাস পর বিয়েটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। বাল্যবিয়ে প্রতিরোধে আমরা বদ্ধপরিকর।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এসপি