চাঁদপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৬ জুন) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় পাঁচ মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। তিনি বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। 

স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন গণপরিবহন, যাত্রীবাহী অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থবিধি মানতে এবং মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। 

শরীফুল ইসলাম/এসপি