ইসলামি বক্তা আবু ত্ব-হার সন্ধান দাবি
ইসলামি বক্তা আফছানুল আদনান ওরফে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীদের সন্ধান চেয়ে মানববন্ধন সমাবেশ করেছে এলাকাবাসী। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অশ্রুসিক্ত চার পরিবারের মুখে দিকে তাকিয়ে নিখোঁজদের সন্ধানের জন্য আকুতি জানানো হয়।
বুধবার (১৬ জুন) বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদনানের পাড়াপ্রতিবেশী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ভক্তরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আদনানেন বন্ধু মোক্তার আলিম, ২৫ নম্বর ওয়ার্ডবাসী আনিছুল হক, মাদরাসা ছাত্র ফিরোজ আলম, শুভাকাঙ্ক্ষী আমিন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ছয়দিনেও চারজন নিখোঁজ মানুষের সন্ধান মিলছে না, এটা অবাক করা ঘটনা। তাও আবার প্রাইভেটকারসহ গায়েব। এভাবে হঠাৎ করে একজন ইসলামি বক্তা নিখোঁজ হয়ে যাওয়া আমাদের জন্যও শঙ্কার বিষয়। আমরাও নিরাপত্তাহীনতার ভুগছি।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ নিখোঁজ আবু ত্ব-হা আদনানসহ তার সফরসঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজের সন্ধান দিন। সরকার চাইলেই তাদের খোঁজ পাওয়া সম্ভব।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিক থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে আরও তিনজন ছিলেন। এখন পর্যন্ত তাদের কারোরই সন্ধান পাওয়া যায়নি।
ফরহাদুজ্জামান ফারুক/এমএসআর