ত্রিশালে বিএনপির পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
দীর্ঘ ১০ বছর পর নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা বিএনপি। গত রোববার (১৩ জুন) রাতে ৩৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করে দক্ষিণ জেলা বিএনপি। তবে এ কমিটিকে মেনে নিতে পারছেন না পদবঞ্চিতরা।
তাদের দাবি- এটি সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ডা. লিটনের পকেট কমিটি। যেখানে স্থান পায়নি দলের দুঃসময়ে দায়িত্বপালনকারী জেল-জুলুমের শিকার ত্যাগী নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
কমিটি ঘোষণার পর থেকেই এর বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন পদবঞ্চিতরা। কমিটি ঘোষণার পরদিন ও আজ বুধবার (১৬ জুন) বিকেলে ত্রিশাল পৌরশহরে ঝাড়ু মিছিল ও ডা. লিটনের ছবিতে অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ঘোষিত ত্রিশাল উপজেলার বিএনপির আহ্বায়ক হয়ে ত্রিশালে আসেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ডা. মাহবুবুর রহমান লিটন। ছয় বছর আহ্বায়কের দায়িত্ব পালনের পর কৌশলগত কারণে ২০১০ সালে গঠন করা হয় পূর্ণাঙ্গ কমিটি। পরবর্তীতে ২০১৭ সালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হন ডা. লিটন। পরে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা হয়।
বিজ্ঞাপন
বিলুপ্তির দুই বছর পর গত রোববার রাতে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক-১ মো. জাকির হোসেন বাবলু ও যুগ্ম আহ্বায়ক-২ আলমগীর মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এনামুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে ৩৯ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি ও গোলাম রব্বানী বাদলকে আহ্বায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়।
নেতাকর্মীরা বলছেন, কমিটি থেকে বাদ পড়েছেন অনেক প্রবীণ ও ত্যাগী নেতারা। বিতর্কিত ওই কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সেজন্য কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের স্থান করে দেওয়ারও আহ্বান জানান তারা।
বুধবার বিকেলে ঝাড়ু মিছিল শেষে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল আলম শোভা, বিএনপি নেতা অ্যাডভোকেট মহিউদ্দিন, সাবেক যুবদল নেতা ওবায়দুল হক, মাহবুবুল আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজরুল ওয়াহাব রাজু, মাহবুবুল আলম প্রমুখ।
উবায়দুল হক/আরএআর