ছয় দিন ধরে নিখোঁজ থাকা তরুণ ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার সরকারি নজরুল কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মোরসালিন রহমান নামে এক শিক্ষার্থী বলেন, ইসলামি বক্তা আবু ত্ব-হাসহ চারজন ব্যক্তি গুম হয়ে যাওয়া দেশের জন্য অশনিসংকেত। একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তা কোথায় তাহলে?

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে ভাড়া করা প্রাইভেটকারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিক থেকে তারা নিখোঁজ হন। আদনানের সঙ্গে আরও তিনজন ছিলেন।

উবায়দুল হক/এমএসআর