বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার
নাসিমুল বারী নাসিম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বগুড়া পৌর (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসিমুল বারী নাসিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত ১০ মার্চ দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) বিশেষ সভায় মারামারির ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বগুড়া পৌর শাখা (দক্ষিণ) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাসিমুল বারী নাসিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে পৌর শাখা (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়।
স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক আজিজুল হক আজিজ জানান, বগুড়া পৌর (উত্তর) স্বেচ্ছাসেবক লীগের সভা চলাকালে মারামারির ঘটনায় বগুড়া জেলা কমিটি কেন্দ্রীয় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছিলেন। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের তদন্তের ভিত্তিতে নাসিমুল বারী নাসিমকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন জানান, গত ১০ মার্চ দলীয় কার্যালয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ কর্মীদের নিয়ে সভা করছিলেন। সভা চলাকালে মারামারির ঘটনায় কেন্দ্র বরাবর সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১০ মার্চ বগুড়া শহরের টেম্পল সড়কে দলীয় কার্যালয়ে দুপুরে শস্যচিত্রে বঙ্গবন্ধুর শিল্পকর্মের অনুষ্ঠানের বিষয়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) সভাপতি মশিউর রহমান মন্টি ও সাধারণ সম্পাদক লিটন শেখ কর্মীদের নিয়ে সভা করছিলেন। সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন উপস্থিত ছিলেন। সভা চলাকালে নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হন পৌর স্বেচ্ছাসেবক লীগের (দক্ষিণ) সভাপতি নাসিমুল বারী নাসিম। সভায় বিষয়ে অবহিত না করায় তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে পৌর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) তিন নেতা আহত হয়েছিলেন।
সাখাওয়াত হোসেন জনি/আরএআর