কক্সবাজারে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোস্টে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চেকপোস্টে তল্লাশির সময় ১ লাখ ২৪ হাজার বার্মিজ ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭২ লাখ টাকা।
বিজ্ঞাপন
অভিযানের সময় একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হলে, প্রথমে চালক মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। তবে পরবর্তীতে তল্লাশির সময় চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।
এ ঘটনায় উমর রাহিন আরফাত (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রামের চাঁন্দগাঁওয়ের পূর্ব ষোল শহর এলাকার মৃত সেলিমের ছেলে।
বিজ্ঞাপন
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঢাকাপোস্টকে বলেন, রামু ব্যাটালিয়ন শুধু সীমান্ত সুরক্ষায় সতর্ক নয়, বরং চোরাচালান, মাদক ও সীমান্ত অপরাধ দমনে সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। মরিচ্যা চেকপোস্ট দেশের অন্যতম সুনামধন্য চেকপোস্ট, যেখানে প্রতিনিয়ত ইয়াবা ও অস্ত্রসহ বিভিন্ন চোরাচালান প্রতিহত করা হচ্ছে। এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে, সীমান্ত নিরাপত্তায় বিজিবি অটল ও আপসহীন।
তিনি আরও বলেন, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এআরবি