খুলনায় ঘর পাচ্ছে আরও ১৩৫১ ভূমিহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দ্বিতীয় দফায় খুলনায় ঘর পাচ্ছে আরও ১ হাজার ৩৫১ পরিবার। আগামী রোববার (২০ জুন) জেলার ৯ উপজেলার এসব পরিবারকে ঘর হস্তান্তর করা হবে। এবার ঘরের সঙ্গে দলিলও পাচ্ছেন ভূমিহীনরা। প্রথম দফায় জেলার ৯২২ গৃহহীন পরিবার ঘর পায়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিতীয় দফায় জেলার ডুমুরিয়া উপজেলায় ৫০০ পরিবার, পাইকগাছা উপজেলা ৩০০ পরিবার, রূপসা উপজেলায় ২১৫ পরিবার, দাকোপ উপজেলায় ২০০ পরিবার, তেরখাদা উপজেলায় ৪০ পরিবার, কয়রা, বটিয়াঘাটা ও দিঘলীয়া উপজেলার ৩০টি করে পরিবার এবং ফুলতলা উপজেলার ৬ পরিবার ঘর পাচ্ছে।
বিজ্ঞাপন
এ উপলক্ষে শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক রোববার সকাল সাড়ে ১০টায় ১টি উপজেলায় উপস্থিত থেকে ঘর হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেবেন।
বিজ্ঞাপন
প্রথম দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা, দ্বিতীয় দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, গদাইপুর বাইসারাবাত, চাঁদখালীর দেবদুয়ার গ্রাম, উত্তর বড়েরাবাদ, হরিঢালীর গোলাবাটিমোড়, কপিলমুনি বাজার খেয়াঘাট, মানিকতলা, রাড়ুলী ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম, সোলাদানার বেতবুনিয়া গ্রাম ও ভেকটমারী গ্রামী ও লস্কর ইউনিয়ন হেতালবুনিয়া গ্রামে ঘর নির্মাণ করা হয়েছে। রোববার এসব ঘর হস্তান্তর করা হবে।
মোহাম্মদ মিলন/এসকেডি