হবিগঞ্জের মাধবপুরে বিয়ের গায়ে হলুদের দিনে সাউন্ড বক্সে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে সজল মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে বিয়ে বাড়ির আনন্দে মুহূর্তেই শোক নেমে আসে। 

নিহত সজল মিয়া উপজেলার বোরহানপুর গ্রামের কুদ্দুস ভান্ডারীর ছেলে। 

স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ জুন) সজলের সঙ্গে উপজেলার সুন্দাদিল গ্রামের ব‌্যবসায়ী আসাদ আলীর মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বিয়ের আগের দিন বৃহস্পতিবার দুপুরে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোর জন্য বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সজল। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে মাধভপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলার বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, বিয়ের আগের দিন বরের মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। বিয়ে বাড়িতে আনন্দের পরিবর্তে এখন শোকের মাতম চলছে। সন্ধ‌্যায় জানাজা শেষে সজলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মোহাম্মদ নূর উদ্দিন/আরএআর