চাদর ও সুতার জন্য বিখ্যাত বগুড়ার আদমদীঘির সাঁওইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লেগে চাদর ও সুতার প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে।  এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ড. মজিবর রহমান, রাকিবুল ইসলামসহ অনেকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর আদমদীঘির সাওইল বাজারের লুৎফর রহমান সুতা মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ১৫টি সুতা ও চাদরের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আদমদীঘি ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ১৫টি দোকানের প্রায় ৬০ লক্ষাধিক টাকার সুতা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সাখাওয়াত হোসেন জনি/এসপি