খুলনা করোনা হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শুক্রবার (১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬৮ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ১০৬ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়। এরা হলেন- খুলনা মহানগরীর হাজী মহসিন রোডের জয়নাব বেগম (৭৮), সাতক্ষীরা শ্যামনগর হরি নগরের আশুতোষ মন্ডল (৩৪), নড়াইল মির্জাপুরের মিজানুর রহমান (৫০), খুলনার দিঘলিয়া বারাকপুরের মোস্তফা শেখ (৬০) ও যশোর কেশবপুর কোন্দবপুরের ফজিলা বেগম (৬৯)। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে বৃহস্পতিবার (১৭ জুন) রাতে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ এসেছে।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে ৫৬২ জনের নমুনা পরীক্ষায় ২২২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩৯২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৪২ জন, যশোরে ১৪ জন, সাতক্ষীরায় সাতজন, ঝিনাইদহে একজন, নড়াইলে পাঁচজন, পিরোজপুরে একজন ও বরিশালের একজন রয়েছেন।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, খুমেকের পিসিআর মেশিনে মোট নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯.৫০ শতাংশ।

মোহাম্মদ মিলন/এসপি