মুন্সীগঞ্জের গজারিয়ায় এক খামারির ৫৩টি হাঁস বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই খামারি।

ঘটনাটি ঘটেছে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় (নয়াকান্দি) গ্রামে। হাঁসের এমন মৃত্যুতে হতাশ ও দিশেহারা হয়ে পড়েছেন খামারি নুরুনেছা বেগম।

তিনি জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তিনি নিশ্চিত নন। তবে এলাকার কয়েকজনের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার বিরোধ রয়েছে। সন্দেহ হচ্ছে, তাদের কেউই এই কাজ করে থাকতে পারে। প্রতিদিনের মতো মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালেও হাঁস চড়ানোর জন্য গিয়ে তিনি দেখেন ৫৩টি হাঁস মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ৭ মাস ধরে ওই পরিবারটি ১০০টি হাঁস পালন করছিল। এরই মধ্যে বিষ প্রয়োগে মারা গেল ৫৩টি হাঁস। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি নুরুনেছা বেগম।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন। বিষ প্রয়োগের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেবেন।

ব.ম. শামীম/এআরবি