২০ ঘণ্টা পর যাদুকাটায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ জুন) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
এর আগে শুক্রবার (১৮ জুন) দুপুরে ঘাগটিয়া এলাকা সংলগ্ন যাদুকাটা নদীতে নৌকায় করে লাকড়ি (জ্বালানি) সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয় তিনি। এ সময় নৌকায় থাকা দুই শিশুকে পর্যটকবাহী একটি নৌকা উদ্ধার করে।
বিজ্ঞাপন
ওই যুবকের নাম হাসিনুর। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, যাদুকাটা নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ প্রায় ২০ ঘণ্টা পর ডুবুরিরা উদ্ধার করেছে।
বিজ্ঞাপন
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, যাদুকাটা নদীতে নৌকাডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
সাইদুর রহমান আসাদ/এসপি