সাভারের আশুলিয়ায় শাহিন পালোয়ান (৪৫) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। 

শনিবার (১৯ জুন) রাত ১২টার দিকে আশুলিয়ার কাঠগড়ার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গ্যাস চুরির একাধিক মামলাসহ চাঁদাবাজি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। শাহিন পালোয়ান ওই এলাকার বিল্লাল পালোয়ানের ছেলে। 

এর আগে গত (৬ জুন) রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি চালায়। পর ওই ঠিকাদার ফিরোজা এন্টারপ্রাইজের মালিক ঠিকাদার বেলাল তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। শাহিন নিজেও গুলি করার কথা অকপটে স্বীকার করেন। 

তার বক্তব্য হলো, ‌‘আমার তো লাইসেন্স করা অস্ত্র নাই ভাই। আমি ফাঁকা জায়গায় গুলি করছি আল্লাহর কসম ভাই। আমি মিথ্যা কথা জানিই না। আমি কারো শরীরে গুলি করি নাই। আমি বেলালরে কইছি বেলাল গুলি তোরে করতে আসি নাই ফারুককে গুলি করবার আইছিলাম। তোর পায়ের তলে গুলি করলাম ফারুকরে গিয়ে বল।’

পুলিশ জানায়, শাহিন পালোয়ানকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল বের করে দেয়। এসময় দুইটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই এমদাদ বলেন, ঘটনার পর দিন থেকেই আমরা অস্ত্রসহ আসামিকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে বাড়ি থেকেই অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ওই দিন এ অস্ত্র দিয়েই গুলির কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

মাহিদুল মাহিদ/ওএফ