নরসিংদীর সদর উপজেলায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (১৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের সাঁকুড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা সাভারের জিরাব এলাকার বাসিন্দা। তারা সিলেট থেকে পাঁচদোনা মোড় হয়ে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাত ১২টার দিকে ঘোড়াশাল মুখী একটি মাইক্রোবাস সাঁকুড়া মোড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় মাইক্রোবাসের আরও ৯ যাত্রী। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে সাহেব আলী পাঠান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, তিন জন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ কাজ করছে। কীভাবে কী ঘটেছে তা এখনও নিশ্চিত নই।

রাকিবুল ইসলাম/এমএইচএস