পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর-থ্রি হুইলার (পাগলু) সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- শাহিন হোসেন (৩১) ও জাকির হোসেন (২৭)। তারা থ্রি হুইলারের যাত্রী ছিলেন।

শনিবার (১৯ জুন) রাতে উপজেলার রনচন্ডী এলাকার তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

জানা গেছে, নিহত শাহিন হোসেন তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। জাকির হোসেন একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাংলাবান্ধা থেকে ওই  থ্রি হুইলারটি যাত্রী নিয়ে ভজনপুর বাজারের উদ্দেশে রওনা হয়। রনচন্ডী এলাকায় পৌঁছালে থ্রি হুইলারটি মহাসড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা দেয়। এ সময় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। শাহিন ও জাকিরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই শাহিনের মৃত্যু হয়। জাকির হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ট্রাক্টর-থ্রি হুইলার সংঘর্ষে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. রনি মিয়াজী/এমএইচএস