অসম্ভবকে সম্ভব করার নামই শেখ হাসিনা : এমপি শাওন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, অসম্ভবকে সম্ভব করার নামই হচ্ছে শেখ হাসিনা। ভূমিহীনদের ঘর দেওয়া, অসহায় ও হতদরিদ্র পরিবারকে সহযোগিতা করার নামই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
রোববার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে ভূমিহীনদের মাঝে দ্বিতীয় পর্যায়ে ঘরের চাবি ও দলিল হস্তান্তর উপলক্ষে লালমোহন উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, আ. হান্নান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হেদায়েতুল ইসলাম মিন্টু, শাহজাহান মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
ইমতিয়াজুর রহমান/এমএসআর