খুলনা সদর হাসপাতালে করোনা ইউনিট চালু
খুলনা সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিট
খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। অদৃশ্য এই ভাইরাসে প্রায়ই খুলনায় শনাক্ত এবং মৃত্যুর রেকর্ড গড়েছে। হাসপাতালে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছেন। শয্যা বৃদ্ধি করলেও রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে খুলনায় আরও একটি করোনা ইউনিট চালু হয়েছে।
রোববার (২০ জুন) সকাল থেকে সদর হাসপাতালে ৭০ শয্যার করোনা ইউনিটের যাত্রা শুরু হয়েছে। এখন পর্যন্ত ৫ জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এর আগে ১৬ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত ১০০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতালকে ১৩০ শয্যায় উন্নীত করা হয়।
বিজ্ঞাপন
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ৩য় ও ৪র্থ তলার করোনা ইউনিটের জন্য অতিরিক্ত আটজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া হাসপাতালের অন্য যেসব চিকিৎসক রয়েছেন তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।
রোববার (২০ জুন) সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনা জেনারেল হাসপাতাল আজ থেকে করোনা ডেডিকেটেড হাসপাতাল রূপে কার্যক্রম শুরু করেছে। শনিবার থেকে খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে পুনরায় করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে কেবল ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।
জেলা সমাজসেবা দফতরের উপপরিচালক খান মোতাহার হোসেন বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে বয়স্কভাতা, বিধবাভাতা, অসচ্ছল প্রতিবন্ধীভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির আওতায় জেলায় ১ লাখ ৪৫ হাজার ২৭ জন উপকারভোগী রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী সভায় বিগত মাসের উন্নয়ন সমন্বয় সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। সভায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা জুমে যুক্ত ছিলেন।
মোহাম্মদ মিলন/এমএসআর