রসমালাই খেয়ে অসুস্থ ৫ জন, রংধনু বেকারি সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনার পরদিনই প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিঙ্গারবিল বাজারে অবস্থিত রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
বিজ্ঞাপন
অভিযানের সময় দেখা যায়, বেকারির ভেতরে মিষ্টি তৈরির পরিবেশ ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর। টেবিল, যন্ত্রপাতি এবং কাজের জায়গা ছিল অপরিচ্ছন্ন। মিষ্টির শিরার মধ্যে মৃত তেলাপোকা পাওয়া যায়, যা ওই শিরাতেই বিক্রির জন্য সংরক্ষণ করা হচ্ছিল। মিষ্টি তৈরির সময় কোনো হেডক্যাপ, গ্লাভস বা নির্ধারিত পোশাক না পরে খোলা এবং অরক্ষিত পরিবেশে কাজ করছিলেন কর্মীরা। এছাড়াও, অবকাঠামোগত ত্রুটি ও খাদ্য উপকরণগুলো এলোমেলোভাবে খোলা অবস্থায় রাখা ছিল যা অভিযানে ধরা পড়া বড় ধরনের অনিয়ম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, এতো অস্বাস্থ্যকর পরিবেশে মানুষকে মিষ্টি খাওয়ানো অত্যন্ত বিপজ্জনক। জনস্বার্থে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার ও শর্ত পূরণ না করলে তারা পুনরায় ব্যবসা চালাতে পারবে না। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।
মাজহারুল করিম অভি/এআরবি