খুকি বেগম নিচ্ছেন উপহারের ঘর

‘বিশ্বাসই হয় না আমার এত সুন্দর একটা পাকা ঘর আছে। নদীতে ঘর ভাঙার কারণে অনেক দিন ধইরা অন্যের ঘরে থাকছি। ভাঙা ঘরে তুফান বৃষ্টির পানি গায়ে পড়ছে। পোলা-মাইয়া লইয়া খুব কষ্টে ছিলাম। প্রধানমন্ত্রীর দয়ায় আজকে নিজের সুন্দর একটা ঘর হইছে।’ কথাগুলো বলছিলেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের উপহারভোগী খুকি বেগম।

মুজিববর্ষ উপলক্ষে রোববার (২০ জুন) দুপুরে চাঁদপুর সদরে ৬টি উপজেলার ১০৯ পরিবারকে প্রধানমন্ত্রী কর্তৃক ঘর প্রদান অনুষ্ঠানে কথা হয় খুকি বেগমের সঙ্গে।

খুকি বেগম বলেন, ‘আমার স্বামী সামছল ঢালী একজন জেলে। আমাদের চার ছেলে ও এক মেয়ে। তারা সবাই ভিন্ন থাকে। আমার স্বামীর রোজগারে সংসার চলে। জীবনে ঘর বানানোর সাধ্য ছিল না। সবসময় স্বপ্ন দেখতাম যদি নিজের একটা ঘর থাকত। আর সেই স্বপ্নপূরণ করছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।’

জেলা প্রশাসনের তথ্যমতে, দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলায় ঘর পাবে ১৭টি, কচুয়া উপজেলায় ২, মতলব উত্তর উপজেলায় ৩০, হাজীগঞ্জ উপজেলায় ১০, শাহরাস্তি উপজেলায় ৩০, হাইমচর উপজেলায় ২০টি। এর আগে চাঁদপুর জেলায় প্রথম পর্যায়ে একক ও আশ্রয়ণ প্রকল্প মিলে ঘর প্রদান করা হয় ১৬০ পরিবারকে।

এর মধ্যে সদর উপজেলায় ৪০টি, কচুয়া উপজেলায় ১৫, মতলব উত্তর উপজেলায় ৫, হাজীগঞ্জ উপজেলায় ৫, শাহরাস্তি উপজেলায় ৫, মতলব দক্ষিণ উপজেলায় ২৫, হাইমচর উপজেলায় ২০টি একক ঘর প্রদান করা হয়। বাকি ৪৫টি ঘর আশ্রয়ণ প্রকল্পের। সব মিলিয়ে জেলায় ৪৩৪ পরিবারকে ঘর দেওয়া হবে।

শরীফুল ইসলাম/এমএসআর